বণিক বার্তা ডেস্ক সেপ্টেম্বর ২৯, ২০২৪

সেদ্ধ চাল রফতানিতে গত বছর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিল ভারত সরকার। শুক্রবার তা কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে দেশটি। সংশ্লিষ্টরা বলছেন, ভারতে সম্প্রতি খাদ্যের মজুদ বেড়েছে। এছাড়া কৃষকরাও শিগগিরই নতুন ফসল তোলার জন্য প্রস্তুত হচ্ছেন। এ কারণে রফতানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। খবর রয়টার্স। 

এছাড়া সাদা চালের রফতানি শুল্ক পুরোপুরি বাতিল করা হয়েছে। তবে এ বিজ্ঞপ্তিতে দেশের বেসরকারি ব্যবসায়ীদের চাল রফতানির অনুমতি দেয়া হবে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। 

এ বিষয়ে খাতসংশ্লিষ্টরা বলেন, চালের রফতানি শুল্কের এ হ্রাস ভারতের রফতানি মূল্য কমাবে। এতে রফতানির পরিমাণও বাড়বে। এছাড়া থাইল্যান্ড, ভিয়েতনাম, পাকিস্তান ও মিয়ানমারের মতো প্রতিযোগী দেশগুলোকেও বাধ্য হয়ে চালের দাম কমাতে হবে। 

এর আগে চলতি মাসের শুরুতে ভারত সরকার বাসমতি চালের ন্যূনতম রফতানি শুল্ক (এমইপি) বাতিল করে। দেশটিতে আগে বাসমতি চালের এমইপি ছিল টনপ্রতি ৯৫০ ডলার। 

এদিকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের ফুড করপোরেশনে চালের  মজুদ ৩ কোটি ২৩ লাখ টনে দাঁড়িয়েছে, যা গত বছরের তুলনায় ৩৮ দশমিক ৬ শতাংশ বেশি। অনুকূল বর্ষার পর দেশটির কৃষকরা ৪ কোটি ১৩ লাখ ৫০ হাজার হেক্টর জমিতে ধান আবাদ করেছেন, গত বছর যা ছিল ৪ কোটি ১ লাখ হেক্টর।

Categories: Export

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× How can I help you?